ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' তোমাদের কেউ যেন অপরের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে এবং তার মুসলিম ভাইয়ের বিবাহ প্রস্তাবের উপর নিজের বিবাহ-প্রস্তাব না দেয়। কিন্তু যদি সে তাকে সম্মতি জানায় [তবে তা বৈধ]। '' (বুখারী ও মুসলিম) [1]
[1] সহীহুল বুখারী ২139, ২165, 154২, মুসলিম 141২, তিরমিযী 1২9২, নাসায়ী 3২43, 4504, আবূ দাউদ ২081, 3436, ইবনু মাজাহ ২171, আহমাদ 4708, মুওয়াত্তা মালিক 111২, 1390, দারেমী ২176, ২567 হাদিসের মানঃ সহিহ (সহীহ )
উক্ববাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' এক মুমিন অপর মু'মিনের ভাই। কোন মু'মিনের জন্য এটা বৈধ নয় যে, সে তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর নিজের ক্রয়-বিক্রয়ের কথা বলবে। আর এটাও বৈধ নয় যে, সে ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের বিবাহ-প্রস্তাব দেবে; যতক্ষণ না সে বর্জন করে। '' (মুসলিম) [1]
[1] মুসলিম 1414, ইবনু মাজাহ ২২46, আহমাদ 16876, দারেমী ২550 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
0 মন্তব্যসমূহ