ওযুর পরে যে আমল করলে জান্নাতের ওয়াদা রয়েছে | Islamic Thinking Bangladesh

ওযুর পরে যে আমল করলে জান্নাতের ওয়াদা রয়েছে | Islamic Thinking Bangladesh
ওযুর পরে যে আমল করলে জান্নাতের ওয়াদা রয়েছে | Islamic Thinking Bangladesh  
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমাদের যে কেউ অজু করবে এবং পরিপূর্ণরূপে অজু করবে, অতপর বলবে—

أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللّٰهِ وَرَسُلُهُ
উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুল্লাহি ওয়া রাসূলুহু।

তার জন্যে জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।’’ (সহিহ মুসলিম: ১/২০৯)
▂▂▂▂▂▂▂▂
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
 

প্রতিদিন কমপক্ষে নিম্নের ৫ টি আমল করার চেষ্টা করুন।

  • নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

  •  প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন।

  •   যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

  •   লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন। যত বেশি সম্ভব পড়ুন।

  •  প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।



শেয়ার করুন, বন্ধুদের সাথে! দ্বীনি কথা প্রচার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন ইনশাল্লাহ।


ইসলামিক থিংকিং বাংলাদেশ (Islamic Thinking Bangladesh) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#Islamic_Thinking_Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ