ঘুমানোর পূর্বে করণীয় ১০টি আমল।

ঘুমানোর পূর্বে করণীয় ১০টি আমল।
১.ঘুমানোর পূর্বে ওযু করে নেয়া।
২.শয়ন অবস্থায় সূরা ফালাক,নাস,ইখলাস তিনবার করে পাঠ করা।
৩.অায়াতুল কুরশি পাঠ করা।
৪.ঘুমানোর পূর্বে বিছানা ভালভাবে ঝেড়ে নেয়া।
৫.সূরা বাক্বারার শেষ দুই অায়াত পাঠ করা।
৬.ঘুমানোর পূর্বে নির্দিষ্ট দোয়া পাঠ করা।
৭.ডান কাত হয়ে ঘুমানো।
৮.তাসবি পাঠ করা।
৯.সূরা মূলক পাঠ করা।
১০.রাতে ১০০ আয়াত পাঠ করা।

★১০০ আয়াতঃ সূরা ফালাক,নাস ও ইখলাস তিনবার পাঠ করলে ৫৫ আয়াত এবং সূরা মূলক ৩০ আয়াত অর্থাৎ মোট ৮৫ আয়াত হয়ে গেল বাকি  ১৫ আয়াত যে কোন সূরা থেকে পাঠ করে দিলে হয়ে যাবে★

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ