আমরা সবাই ক্ষতির মধ্যে আছি।

নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সবাই। রাজা-প্রজা, ধনী-গরীব, সাদা কালো, নারী পুরুষ। এই ক্ষতি অর্থ হারানো নয়, বিত্ত হারানো নয়, স্বাস্থ্য হারানোর নয়, স্বজন হারানোর নয়। এই ক্ষতি সুযোগ হারানোর ক্ষতি, সময় হারানোর ক্ষতি, অনন্তকালের ক্ষতি। মহান আল্লাহ বলেন,

ইন্নাল ইনসানা লাফি খুসরিন
নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে।

ব্যবসায়ীর ব্যবসা যতই ভালো হোক না কেন, বিসিএসে যে ক্যাডারেই থাকুন না কেন, ডিগ্রিতে যত উপরেই যান না কেন, যে দেশেই থাকুন না কেন। যত সামাজিক, আন্তর্জাতিক ভালো কাজই করুন না কেন। মহান আল্লাহ বলেছেন স~ক~ল মানুষ ক্ষতিগ্রস্থ। যদি,

১) সত্যিকারের ঈমান না এনে থাকেন। শুধু ইমান নয় শিরক মুক্ত ইমান।

২) সত্যিকারের ভালো আমল না করে থাকেন। মনগড়া বিদয়াতপূর্ন আমল নয়, শুদ্ধ সুন্নাহ সম্মত আমল

৩) যদি পরস্পরকে সত্যের দাওয়াত না দিয়ে থাকেন। নেতা নেত্রী বা আকাবিরের দেখানো সত্য নয়, আল্লাহর নাযিল করা সত্য

আর?

৪) এই সত্যের আহবানে যে বাঁধা বিপত্তি আসে তাতে ধৈর্য্য ধরার উপদেশ না দিয়ে থাকেন। হারাম থেকে বাচার ধৈর্য্য নয়, সত্য প্রচারের সাথে মিশে থাকা ধৈর্য্য।

ইয়া ওয়াইলাতানা!

কত শক্তিশালীই না আমরা হয়েছি, জাহান্নামের শাস্তিকে উপেক্ষা করে চলছি। কত জীবনই না আমরা বেঁচেছি যে আখিরাতকে বিশ্বাস করেও উদাসীন সময় কাটাচ্ছি। কত কিছুই না আমরা পেয়েছি যে জান্নাতকে পাওয়ার উদ্যোমকে হারিয়ে ফেলেছি।

ইয়া বানি আদাম!

একই সাথে আখিরাতকে বিশ্বাস আর তাতে উদাসীন থাকা? কী করে সম্ভব!

ইয়া বানি আদাম!

ওঠ, নিজেকে চির ক্ষতি থেকে বাচার সংগ্রামে ঝাপিয়ে পড়!

S M Nahid Hasan

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ