পিতা-মাতার হক ১১৪ টি। জেনে নিন এখনই।

*** পিতা-মাতার হক ১৪টি ***
---------------------------------------------------------

* জীবিত অবস্থায় ৭ টি++++
১:পিতা মাতার প্রতি শদ্ধাশীল হওয়া
২:মনে প্রনে তাদেরকে ভালবাসা
৩:সর্বদা তাদেরকে মেনে চলা
৪:তাদের খেদমত করা
৫:তাদের প্রয়োজন পূর্ণ করা
৬:তাদের সব সময় সূখে শান্তিতে রাকার চেষ্টা করা
৭:নিয়মিত তাদের সাথে সাক্ষাত ও দেখাশনা করা
*মৃত্যুর পর ৭টি++++++
১:তাদের মাগফিরাতের জন্য দোয়া করা
২:সওয়াব পৌছানো
৩:তাদের সঙ্গের সাথী প আত্নীয় দের সম্মান করা
৪:সঙ্গী সথী ও আত্নীয় স্বজনদের সাহায্য করা
৫:ঋন পরিশোধ করা ও আমানত আদায় করা
৬:শরিয়াত সম্মত ওসিয়ত পূরন করা
৭;সাধ্য মত কবর জিয়ারত করা।

সবাই দয়া করে মা বাবার মনে দুঃখ দিবেন না প্লিজ
তাদেরকে সেইভাবে দেখাশোনা করুন ঠিক যেভাবে ছেলে বেলায় তারা আমাকে আপনাকে দেখাশুনা করেছেন.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ