নবীজির সর্বাধিক প্রিয় আমল | Islamic Thinking Bangladesh

নবীজির সর্বাধিক প্রিয় আমল | Islamic Thinking Bangladesh
নবীজির সর্বাধিক প্রিয় আমল | Islamic Thinking Bangladesh

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আমি 'সুবহানাল্লাহ্', 'আলহামদুলিল্লাহ্', 'লা ইলাহা ইল্লাল্লাহ্' এবং 'আল্লাহু আকবার' বলতে এত ভালবাসি যে, এগুলো বলা আমার কাছে (পৃথিবীর বুকে) সূর্যের নীচে যা কিছু আছে, তার সবকিছু থেকে বেশি প্রিয়।"
[সহিহ মুসলিম: ৪/২০৭২]
.
অন্য হাদিসে এসেছে, এই বাক্যগুলো আল্লাহর নিকটও সর্বাধিক প্রিয় বাক্য। তুমি ইচ্ছামত বাক্যগুলোর কোনোটিকে আগে, কোনোটিকে পরে বলতে পারো।
[সহিহ মুসলিম: ৩/১৬৮৫]
.
অন্য হাদিসে এসেছে, এ বাক্যগুলো কিয়ামতের দিন আমলনামায় সর্বাধিক ভারী হবে।
[নাসাঈ, সুনানুল কুবরা: ৬/৫০, মুসনাদ আহমাদ, তাবারানি, মাজমাউয যাওয়াইদ: ১/৪৯, ১০/৮৮]
.
শুয়ে, বসে, দাঁড়িয়ে, অযুসহ, অযু ছাড়া, পিরিয়ড চলাকালীন - সর্বাবস্থায় এগুলো পাঠ করা যাবে।
.
ঘুমানোর পূর্বে, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করার ফযিলত বেশি। দিনে বা রাতে যেকোনো সময় এগুলো পাঠ করা যায়।
▂▂▂▂▂▂▂▂
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
 

প্রতিদিন কমপক্ষে নিম্নের ৫ টি আমল করার চেষ্টা করুন।

  • নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

  •  প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন।

  •   যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

  •   লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন। যত বেশি সম্ভব পড়ুন।

  •  প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।



শেয়ার করুন, বন্ধুদের সাথে! দ্বীনি কথা প্রচার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন ইনশাল্লাহ।


ইসলামিক থিংকিং বাংলাদেশ (Islamic Thinking Bangladesh) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।
#Islamic_Thinking_Bangladesh
#ITB

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ