সকাল সন্ধায় পঠিত দোআ, বিপদ থেকে বাচার দোয়, বিপদ হতে রক্ষা পাবার দুআ।



সকাল-সন্ধ্যায় পঠিতব্য দো'আ:

بسم الله الذي لا يضر مع إسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم-
(ক) 'বিস্মিল্লা-হিল্লাযী লা-ইয়াযুর্রু মা'আ ইসমিহী শাইয়ুন ফিল্ আর্যি ওয়া লা ফিসসামা-ই ওয়া হুয়াস সামী'উল' আলীম '(আমি ঐ আল্লাহর নামে শুরু করছি, যাঁর নামে শুরু করলে আসমান ও যমীনের কোন বস্ত্তই কোনরূপ ক্ষতিসাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ)।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি উক্ত দো'আ সকালে ও সন্ধ্যায় তিন বার করে পড়ে, কোন বালা-মুছীবত তাকে স্পর্শ করবে না '। অন্য বর্ণনায় এসেছে, 'সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত এবং সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত আকস্মিক কোন বিপদ তার উপরে আপতিত হবে না'। [148]
(খ) اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল 'আফওয়া ওয়াল' আ-ফিয়াতা ফিদ্দুন্ইয়া ওয়াল আ-খিরাহ '(হে আল্লাহ! আমি তোমার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি)। আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) সকালে ও সন্ধ্যায় এই দো'আ পড়া ছাড়তেন না। [149]
(গ) রাসূলুল্লাহ (ছাঃ) ফজরের ছালাতের পর বলতেন,
اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا-
আল্লা-হুম্মা ইন্নী আস'আলুকা 'ইলমান নাফে'আন, ওয়া' আমালাম মুতাক্বাববালান, ওয়া রিঝক্বান ত্বাইয়েবান '(হে আল্লাহ! আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও পবিত্র রূযী প্রার্থনা করছি)। [150]
২5। কুরআন তেলাওয়াত ও মজলিস শেষের দো'আ:
سبحانك اللهم وبحمدك أشهد أن لآ إله إلا أنت أستغفرك وأتوب إليك-
উচ্চারণ: 'সুবহা-নাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলা-হা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা'।
অনুবাদ: 'মহা পবিত্র তুমি হে আল্লাহ! তোমার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ব্যতীত কোন উপাস্য নেই। আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকেই ফিরে যাচ্ছি (বা তওবা করছি)।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মজলিস ভঙ্গের পূর্বে এই দো'আ পাঠ করলে মজলিস চলাকালীন তার ভাল কথাগুলি তার জন্য ক্বিয়ামত পর্যন্ত মোহরাংকিত থাকবে এবং অযথা বাক্যসমূহের গোনাহ মাফ করে দেওয়া হবে এবং এই দো'আ উক্ত গোনাহ সমূহের কাফফারা হবে '। [151]
উক্ত দো'আ সকলে ব্যক্তিগতভাবে পড়বে। উল্লেখ্য যে, পবিত্র কুরআন তেলাওয়াত বা মজলিস শেষে দলবদ্ধভাবে হাত উঠিয়ে মুনাজাত করার প্রচলিত প্রথার কোন ভিত্তি নেই।
[148]। তিরমিযী, ইবনু মাজাহ, আবুদাঊদ, মিশকাত হা / ২391 'দো'আ সমূহ' অধ্যায় -9, 'সকাল-সন্ধ্যায় ও ঘুমানোর সময় যা পাঠ করতে হয়' অনুচ্ছেদ -6। [149]। ইবনু মাজাহ হা / 3871। [150]। আহমাদ, ইবনু মাজাহ, ত্বাবারাণী ছাগীর, মিশকাত হা / ২498, 'দো'আ সমূহ' অধ্যায় -9, 'সারগর্ভ দো'আ' অনুচ্ছেদ -9। [151]। তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ, মিশকাত হা / ২433, ২450; 'দো'আ সমূহ' অধ্যায় -9 'বিভিন্ন সময়ের দো'আ সমূহ' অনুচ্ছেদ -7।
সকাল এবং সন্ধায় পড়ার দোআ
সকাল সন্ধায় পঠিত দোআ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ