পুরুষের পোষাক পরিধানকারী নারীর পরিনতি, পুরুষের বেশ ধারনকারী নারীর পরিনতি, নারীর পোশাক পরিধানকারী পুরুষের পরিনতি।



পুরুষের পোশাক পরিধানকারী নারীর পরিনতিঃ
باب تحريم تشبه الرجال بالنساء وتشبه النساء بالرجال في لباس وحركة وغير ذلك عن ابن عباس رضي الله عنهما, قال: لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال, والمترجلات من النساء। وفي رواية: لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء, والمتشبهات من النساء بالرجال। رواه البخاري
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 'আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদেরকে অভিশাপ করেছেন।'
অন্য বর্ণনায় আছে, 'আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদেরকে এবং পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী মহিলাদেরকে অভিশাপ করেছেন।' (বুখারী) [1]
باب تحريم تشبه الرجال بالنساء وتشبه النساء بالرجال في لباس وحركة وغير ذلك وعن أبي هريرة رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة, والمرأة تلبس لبسة الرجل। رواه أبو داود بإسناد صحيح
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 'আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষকে অভিসম্পাত করেছেন, যে মহিলার পোশাক পরে এবং সেই মহিলাকে অভিসম্পাত করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে।' (আবূ দাঊদ বিশুদ্ধ সনদ) [2]
باب تحريم تشبه الرجال بالنساء وتشبه النساء بالرجال في لباس وحركة وغير ذلك وعنه, قال: قال رسول الله صلى الله عليه وسلم: «صنفان من أهل النار لم أرهما: قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس, ونساء كاسيات عاريات مميلات مائلات, رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة, ولا يجدن ريحها, وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا »। رواه مسلم
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' দুই প্রকার জাহান্নামী লোক আমি [এখন পর্যন্ত] প্রত্যক্ষ করিনি [অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে]: [1] এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মত চাবুক থাকবে , যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। [২] এমন এক শ্রেণীর মহিলা, যারা [এমন নগ্ন] পোশাক পরবে যে, [বাস্তবে] উলঙ্গ থাকবে, [পর পুরুষকে] নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও [পর পুরুষের প্রতি] আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মত। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। '' (মুসলিম) [3]
ইবনু 'আববাস হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ হিজড়াদের উপর এবং পুরুষের বেশধারী মহিলাদের উপর লা'নত করেছেন। তিনি বলেছেনঃ ওদেরকে ঘর থেকে বের করে দাও। ইবনু 'আববাস বলেছেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুককে বের করেছেন এবং' উমার অমুককে বের করে দিয়েছেন। [4]
[1] সহীহুল বুখারী 5885, 5886, 6836, তিরমিযী ২784, আবূ দাউদ 40978, 4930, ইবনু মাজাহ 1904, আহমাদ 1983, ২007, ২1২4, ২২63, ২২91, 3141, 3448, দারেমী ২649 হাদিসের মানঃ সহিহ
[2] আবূ দাউদ 4098, আহমাদ 8110 হাদিসের মানঃ সহিহ
[3] মুসলিম ২1২8, আহমাদ 8451, 93388 হাদিসের মানঃ সহিহ
[4] বুখারি আধুনিক প্রকাশনী- 5458, ইসলামিক ফাউন্ডেশন- 5354) হাদিসের মানঃ সহিহ (রহঃ)
পুরুষের পোশাক পরিধানকারী নারীর পরনিনতি,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ