তোমরা সগৃহে অবস্থান কর, প্রাচীন জাহেলি যুগের নারীদের মত নিজেদের প্রদরশন করোনা "(আহযাব 33)
"হে নবী! তুমি ঈমানদার নারীদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে ।
তারা যেন যা সাধারনতঃ প্রকাশমান থাকে তা ব্যতীত চাদের সৌন্দয প্রকাশ না করে । তাদের গ্রীবা ও গলদেশে চাদর দ্বারা ঢেকে রাখে"
(নূর 31)
তারা যেন যা সাধারনতঃ প্রকাশমান থাকে তা ব্যতীত চাদের সৌন্দয প্রকাশ না করে । তাদের গ্রীবা ও গলদেশে চাদর দ্বারা ঢেকে রাখে"
(নূর 31)
সূরা আন-নূর: 24 - যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করত;
আল্লাহ তা'আলা বলেছেন,
) وإذا سألتموهن متعا فسلوهن من ورآء حجاب 53 ([الاحزاب: 53]
অর্থাৎ তোমরা তাদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও। (সূরা আহযাব 53 আয়াত)
উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, '' তোমরা [বেগানা] নারীদের নিকট [একাকী] যাওয়া থেকে বিরত থাক। '' [এ কথা শুনে] জনৈক আনসারী নিবেদন করল, 'স্বামীর আত্মীয় সম্পর্কে আপনার অভিমত কি ? ' তিনি বললেন, '' স্বামীর আত্মীয় তো মুত্যুসম [বিপজ্জনক]। '' (বুখারী ও মুসলিম) [1]
** 'স্বামীর আত্মীয়' যেমন, তার ভাই, ভাইপো, চাচাতো [মামাতো, খালাতো ফুফাতো] ভাই ইত্যাদি।
[প্রকাশ থাকে যে, স্বামীর ছোট ভাই কোন মুসলিম মহিলার 'দেওর' 'দেবর' বা দ্বিতীয় বর হতে পারে না। মহিলার উচিত, তাকে দ্বিতীয় বর বা উপহাসের পাত্র মনে না করে নিজ ছোট ভাই সম গণ্য করা। যেমন ঐ ভাইয়ের উচিত, ভাবীকে 'ভাবের ই' মনে না করে নিজ বড় বোন সম গণ্য করা।]
[1] সহীহুল বুখারী 5২3২, মুসলিম ২17২, তিরমিযী 1171, আহমাদ 16896, 16945, দারেমী ২64২ হাদিসের মানঃ সহিহ (রহঃ)
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' মাহরামের উপস্থিতি ছাড়া কোন পুরুষ যেন কোনো মহিলার সাথে নির্জন-বাস না করে। '' (বুখারী ও মুসলিম) [1]
[যার সাথে চিরতরে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম, তাকেই মাহরাম বা এগানা বলে। আর এর বিপরীত যার সাথে কোনও সময় বৈবাহিক সম্পর্ক স্থাপন জায়েয, তাকেই গায়র মাহরাম বা বেগানা বলে।]
[1] সহীহুল বুখারী 186২, 3006, 3061, 5২33, মুসলিম 1341, ইবনু মাজাহ ২900, আহমাদ 1935, 3২২1 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
0 মন্তব্যসমূহ