আযান শব্দের অর্থ ধ্বনি। নামাজের সময় হলে মসজিদের মুয়াজিনগণ আযান দিয়ে মুসলমানদের নামাজের জন্য ডাকেন। কিন্তু নিয়ম হলো আযানের ধ্বনি শুনলে উত্তর দিতে হয়। অনেকেই আযানের উত্তর কিভাবে দিতে হয় তা জানে না। চলুন তাহলে জেনে নিই আযানের উত্তর দেয়ার সঠিক নিয়ম:
ক্রমিক
আযানের বাক্য
আযানের জবাব
১
আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার ২ বার
২
আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ২ বার
৩
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ২ বার
৪
হাইয়া ‘আলাছ ছালা-হ
লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ ২ বার
৫
হাইয়া ‘আলাল ফালা-হ
লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ ২ বার
৬
আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার ১ বার
৭
লা ইলা-হা ইল্লাল্লা-হ
লা ইলা-হা ইল্লাল্লা-হ ১ বার
৮
ফজরের আযানে ‘আছছালা-তু খায়রুম মিনান নাঊম
আছছালা-তু খায়রুম মিনান নাঊম' ২ বার
এবিষয়ে আল্লাহ তা’আলা বলেন, ‘যখন তোমরা সালাতের দিকে আহবান কর, তখন তারা (মুশরিকরা) এ নিয়ে ঠাটা বিদ্রুপ ও কৌতুক করে। তা এ জন্য যে, তারা এমন এক সম্প্রদায় যারা উপলব্ধি করে না’। (সূরা মায়িদা : ৫৮)
0 মন্তব্যসমূহ