স্বালাত! শুধুমাত্র জান্নাত-জাহান্নামের ফায়সালা নির্ণয় করে না।

স্বালাত! শুধুমাত্র জান্নাত-জাহান্নামের ফায়সালা নির্ণয় করে না।

— অন্তরের অশান্তি,
— বুকের ব্যধি,
— টাটকা ও টোটকা টেনশান,
— অবৈধ অভিসার,
— অসার অশ্লীলতা,
— দুস্তর দুশ্চিন্তা,
— রুজির রিক্ততা,

— ঋণের রাজত্ব,
— কষ্টের ক্লেশবোধ,
— রোগ-বালাইএর বাহূল্যতা,
— সামাজিক সংঘাত,
— ঘাত-প্রতিঘাত,
.
ইত্যাদি ইত্যাদি সমস্যা থেকেও মুক্তি দেয় এই দুনিয়ার জীবনে; একটু খেয়াল করে দেখুনতো উপরের কোন রোগটিতে আপনি ভুগছেন?
.
মহান আল্লাহ্‌ এমনই নিশ্চয়তা দিচ্ছেন নিচের আয়াতের মাধ্যমে, 'নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও দুষ্কর্ম থেকে (নামাজিকে) বিরত রাখে'। (সূরাহ আল-আনকাবুত, আয়াত : ৪৫)
.
আর স্বালাত ত্যাগের কারণে নিজেদের কি ক্ষতি করছি একটু দেখে নেই নিচের সহিহ হাদিসটি থেকে,
.
রাসূলুল্লাহ ﷺ বলেন, 'যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন ঘরবাড়ি পরিবার ও ধনসম্পদ সবই কেড়ে নেয়া হল'। (সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ২৪৬৮, নাসাঈ, হাদীস নং ৭৪৮)
.
'হাইয়া আলাল ফালাহ' — বলে মুয়াজ্জ্বিন আপনাকে শুধু আখিরাতকেন্দ্রিক কল্যাণের জন্যই আহ্বান করে না ভাই; বরং আপনার একাল-সেকাল উভয়েরই কল্যাণের জন্যই ডাকে;
.
হাইয়া আলাস স্বালাহ; হাইয়া আলাল ফালাহ
আসুন স্বলাতের দিকে; আসুন কল্যাণের দিকে...
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ রাজিব হাসান (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
.
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ