প্রশ্নঃহাতের নখ লম্বা করা কি হারাম?

প্রশ্নঃহাতের নখ লম্বা করা কি হারাম?
________________________________________________
উওরঃ
আরও পড়ুন :ফতোয়া: বিবিধ
হাতের নখ কেটে ফেলা প্রকৃতিগত সুন্নত। নবী (সঃ)বলেছন, “প্রকৃতিগত আচরণ (নবীগণের তারীকা) পাঁচটি অথবা পাঁচটি কাজ প্রকৃতিগত আচরণ,
(১) খাতনা (লিঙ্গাত্বক ছেদন )করা।
(২) লজ্জাস্থানের লোম কেটে পরিষ্কার করা।
আরও পড়ুন :ফতোয়া: বিবিধ
(৩) নখ কাটা।
(৪) বগলের লোম ছিঁড়া।
(৫) গোঁফ ছেঁটে ফেলা।”  (বুখারী, মুসলিম)
আরও পড়ুন :ফতোয়া: বিবিধ



আরও পড়ুন :ফতোয়া: বিবিধ
আনাস (রঃ) বলেন, “মোছ ছাঁটা, নখ কাটা, নাভির নিচের লোম চাঁছা এবং বোগলের লোম তুলে ফেলার ব্যাপারে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে; যাতে আমরা সে সব চল্লিশ দিনের বেশী ছেড়ে না রাখি।” (মুসলিম ২৫৮ নং)

তাছাড়া তাতে রয়েছে জন্তু-জানোয়ার ও কিছু কাফের মহিলাদের অনুকরণ ও সাদৃশ্য অবলম্বন, যা মুসলিমের জন্য বৈধ নয়।  (ইবনে বায)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ