বান্দা অবশ্যই তিন বিষয়ে পরীক্ষিত হবে:
(১) গাফেলতির বিষয়ে
(২) কামনাপূর্ণ বিষয়ে
(৩) রাগান্বিত বিষয়ে
শয়তান এই ৩টি দরজা দিয়ে বান্দার ওপর ভর করে।
.
- ইবনুল-কায়্যিম রহ.
.
[الوابل الصيب ورفع كلام الطيب، ص 8]
.
ব্যক্তি যখন কোনো বিষয়ে খুব কামনা করে, মনের চাহিদা তীব্র হয়ে ওঠে, সে আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে যায়। অতঃপর সে হারামে জড়িয়ে পড়ে।
ব্যক্তি যখন কোনো বিষয়ে খুব রাগান্বিত থাকে, রাগের তেজে জ্বলে ওঠে, সে আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে যায়। অতঃপর নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
গাফলতি হচ্ছে সকল খারাপির মূল; সকল বিপদের প্রধান দরজা; সকল লাঞ্ছনার কারণ।
আর এই গাফলতির চিকিৎসা হচ্ছে সদা সতর্ক থাকা, মনের প্রত্যেক ইচ্ছার শুরুতে আত্ম-জিজ্ঞাসা করা।
প্রত্যেক সিদ্ধান্তের শুরুতে দুটি প্রশ্নের উত্তর কাগজে কিংবা মোবাইলে লিখুন-
১/ কাজটি করলে ফায়দা কী এবং ক্ষতি কী?
২/ কাজটি না করলে ফায়দা কী এবং ক্ষতি কী?
.
আমাদের মন সদা আল্লাহ ভীতিতে পূর্ণ থাকে না। তাই এমতাবস্থায় এই দুটো প্রশ্নের উত্তর মনের কাছে চাইলে বান্দার সঠিক ইলম তাকে পথ দেখাবে বিইজনিল্লাহ।
লিখেছেন কলামিস্ট হুজুর
0 মন্তব্যসমূহ