যে সকল কারণে বান্দার রিজক বৃদ্ধি পায় তা হচ্ছেঃ

যে সকল কারণে বান্দার রিজক বৃদ্ধি পায় তা হচ্ছেঃ

০১। একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদাত ও সৎকর্ম করা। (সূরা আন নাহলঃ ৯৭)

০২। বেশী পরিমাণে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা ও ইস্তেগফার পড়া। (সূরা নুহঃ ১০-১২)

০৩। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলা। (সূরা আত তালাকঃ ০২)

০৪। বেশী বেশী পবিত্র বা বৈধ রিজকের জন্যে দোয়া করা। ( সূরা বাকারাহ- ১৮৬ )

০৫। দৃঢ়তার সাথে আল্লাহর উপর ভরসা করা। (সূরা আত তালাকঃ ০৩)

০৬। অসহায় দরিদ্রদের সাহায্য করা। (সহীহ বুখারীঃ ২৮৯৬)

০৭। হজ্জ/ওমরাহ করা। (সুনান আত তিরমিযিঃ ৮১০)

০৮। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। (সহীহ বুখারীঃ ২০৬৭)

০৯। সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। (সুনান আবু দাউদঃ ২৬০৬)

১০। ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। (সহীহ মুসলিমঃ ৬৫৭)

একমাত্র যে কারণে বান্দাকে রিজক থেকে বঞ্চিত রাখা হয় তা হচ্ছেঃ
.
গুনাহের কাজে লিপ্ত থাকা। (সুনান ইবনে মাজাহঃ ৯০ )
.
উল্লেখ্য হারাম উপার্জন দিয়ে গঠিত শরীরের কোন ইবাদাত আল্লাহ কবুল করেন না এবং ঐ শরীর জান্নাতে প্রবেশ করবে না। (সিলসিলা আস সহীহাঃ ২১২)

Naseehah Official

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ