জ্বিন, যাদু, বিষ ও অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল

জ্বিন, যাদু, বিষ ও অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল
.
.
❒ ১. বিষ, যাদু এবং অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যায় এই দো'আটি তিনবার পড়তে হবে। (জামে তিরমিযী, ৩৫৫৯)
.
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
.
উচ্চারণঃ আ’উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি, মিং-শাররি মা-খলাক্ব।
.
.
❒ ২. যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এই দো'আটি পড়বে, কোন কিছু তার ক্ষতি করতে পারবে না। (জামে তিরমিযী, ৩৩৩৫)
.
بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
.
উচ্চারণঃ বিসমিল্লা-হিল্লাযী লা-ইয়াদ্বুররু মা‘আসমিহী, শাইউং ফিলআরদ্বী ওয়ালা- ফিসসামা-ই,ওয়াহুওয়াস সামি’উল ‘আলীম।
.
.
❒ ৩. এটি সুরা তাওবাহ’র ১২৯ নং আয়াতের অংশ। যে ব্যক্তি দো'আটি সকালবেলা সাতবার এবং বিকালবেলা সাতবার পড়বে, তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। (আবু দাউদ ৪/৩২১)
.
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
.
উচ্চারণঃ হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল ‘আরশিল ‘আযীম।
.
.
❒ ৪. সুরা ইখলাস, সুরা ফালাক্ব, সুরা নাস প্রতিদিন সকাল-সন্ধ্যায় তিনবার করে পড়তে হবে। রাসুল (সা) সব ধরনের অনিষ্ট থেকে বাঁচতে এই আমলটি শিখিয়ে দিয়েছেন। (আবু দাউদ ৪/৩২২)
.
.
❒ ৫. জ্বিন- শয়তানের ক্ষতি থেকে বাঁচতে এটা পরীক্ষিত আমল এবং এর অনেক বেশি ফজিলত। দো'আটি প্রতিদিন সকালে ১০০ বার পড়তে হবে (মুসলিম, ৪৮৫৭)। একশতবার না পারলে, অন্তত ফজর ও আসরের পর ১০ বার করে পড়তে হবে। (আবু দাউদ)
.
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
.
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদ, ওয়াহুওয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বদীর।
.
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
ইমেজটির হাই কোয়ালিটি ভার্সন ডাউনলোড করুন এখান থেকে - bit.ly/2zzIX0W
.
প্রচারেঃ রুকইয়াহ সাপোর্ট গ্রুপ - Ruqyah Support BD এবং Islamic Society - ইসলামিক সোসাইটি
.
.
কৃতজ্ঞতা: শাইখ আবদুল্লাহ আল মাহমুদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ