কিছু বিষয় জেনে রাখুন এখনই।

#ইবনুল_কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন----
.
🔴 তিনটি জিনিস শরীরকে অসুস্থ করে
১. অতিরিক্ত কথা বলা
২. অতিরিক্ত ঘুমানো
৩. অতিরিক্ত খাওয়া
🔴চারটি জিনিস শরীরকে ধ্বংস করে
১. দুশ্চিন্তা
২. দুঃখ
৩. ক্ষুধা
৪. রাত জাগা
🔴 চারটি জিনিস যা চেহারা শুষ্ক করে দেয় এবং আনন্দ ও সম্মান দূর করে দেয়
১. মিথ্যা বলা
২. দাম্ভিকতা
৩. জ্ঞান ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা
৪. অশ্লীলতা
🔴চারটি জিনিস যা সম্মান এবং চেহারার আনন্দ ফিরিয়ে আনে
১. তাক্বওয়া
২. সত্যবাদিতা
৩. উদারতা
৪. আত্মসম্মান
🔴চারটি জিনিস যা রিযিক নিয়ে আসে
১. রাতের সালাত
২. সূর্যোদয়ের পূর্বে বেশী বেশী আল্লাহ্‌কে স্মরণ করা
৩. ক্রমাগত দান খয়রাত করা
৪. দিনের শুরুতে এবং দিনের শেষে আল্লাহ্‌র যিকির
🔴 চারটি জিনিস যা রিযিকে বাধা দেয়
১. সকালের প্রথমাংশে ঘুমানো (ফজরের পর)
২. সালাতের ঘাটতি/অভাব
৩. অলসতা
৪. বিশ্বাসঘাতকতা
📚 বাব আত-তীব, যা'দ আল-মা'আদ, পৃষ্ঠা ৩৭৮/৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ