পুরুষের_এবং_মহিলাদের_দায়মী সুন্নত_কয়টি ও কি কি?

:-:-:--পুরুষের_এবং_মহিলাদের_দায়মী--:-:-:
           :-:--সুন্নত_কয়টি ও কি কি?--:-:
----------------------------------------------------------------------
একজন পুরুষের দায়েমী সুন্নত ১০ (দশ) টি:-
১। শুদু গোসল এবং ঘুম ব্যাতীত ২৪ ঘন্টা মাথায় টুপি রাখা।
২। চুল সুন্নত তরিকায় কাঁটা, (চুল কাটার সুন্নত তরিকা হল তিনটি, ক) সমস্ত চুল ছেটে ফেলা (টাক হওয়া), খ) পিছনে বাবরি রাখা, গ) চারও পাশ থেকে সমান মাপে চুল কাটা।
৩। মোছ খাটো করা।
৪। মেসওয়াক করা।
৫। দাড়ি লম্বা রাখা।
৬। সুন্নতি পোষাক পড়া।
৭। প্রতি সপ্তাহে কম পক্ষে এক বার নক কাঁটা।
৮। গুপ্ত স্থানের লোম পরিস্কার করা (৪১ দিনের মধ্যে কম পক্ষে একবার কাঁটতেই হবে)
৯। পায়খানার রাস্তায় ঢিলা এবং
১০। প্রশ্রাবের রাস্তায় কুলুব ব্যবহার করা।

   :-:-:-:--একজন মহিলার জন্য দায়েমী--:-:-:-:-:
             :-:-সুন্নত ৭ (সাত) টি-:-:
--------------------------------------------------------------------
১। মাথার চুল আচরিয়ে সুন্দর ভাবে পরিপাটি রাখা।
২। মেসওয়াক করা।
৩। সুন্নতি পোষাক পরিধান করা।
৪। সপ্তাহে কম পক্ষে একবার নক কাঁটা।
৫। গুপ্ত স্থানের লোম পরিস্কার করা। (৪১ দিনের মধ্যে কম পক্ষে একবার কাঁটতেই হবে)
৬। পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করা।
৭। মাসিক চলাকালীন সময় পট্টি ব্যবহার করা।

আমরা সকলে এই সুন্নত গুলি আদায়ের চেস্টা
করবো (ইনশাআল্লাহ্),
সবাই আমলে জীন্দেগী গরার চেষ্টা করি,
অনেক ফায়দা (লাভ) হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ