মুমিনের জন্য কিছু কথা | Islamic Thinking Bangladesh

আপনি কি নিয়মিত গালাগালি করেন?
বাংলা, ইংরেজী, নানা ভাষার গালিতে কি আপনার ভান্ডার সমৃদ্ধ?

— কেউ একটা গালি দিলে কি আপনি তাকে উত্তরে আরো দশটা কুৎসিত গালি শুনিয়ে দেন?

— বন্ধুদের গালি দিয়ে ডাকা বা কথায় কথায় গালি ব্যবহার করা কি আপনার অনেকদিনের অভ্যাস?

— গালি দেওয়াকে কি আপনি খুব স্মার্টনেস মনে করেন?



— আপনি কি আধুনিক, যুগোপযোগী ও ক্রিয়েটিভ গালি তৈরী ও ব্যবহার করতে পারেন?

— আপনার দলের, আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি কি তাকে ধুয়ে দিচ্ছেন? অপমান অপদস্ত করতে একটুও জবান কাপে না, যে এটা আপনার রসুলের আদর্শ নয়?
.
তাহলে, এখনো আপনার বুদ্ধিমত্তা খুব বেশি উন্নত পর্যায়ে পৌছায়নি।আপনি এখনো নিজের ভাষা ও অনুভূতিকে পুরোপুরি নিয়ন্ত্রন করা শিখতে পারেননি। আপনি আরো চেষ্টা করুন ও আপনার গালি পারদর্শী বন্ধুদের এই তথ্যটি জানিয়ে দিন।
.
এরপর থেকে কেউ আপনাকে গালি দিলে তাকে বাজে কথা না বলেও কিভাবে একটি সুন্দর উত্তর দেওয়া যায় তা নিয়ে চিন্তা করুন। আল্লাহ্‌ আপনাকে কি কি নির্দেশ দিয়েছেন তা মনে করুন-
.
আল্লাহর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। (২৫:৬৩)
.
কথা বলার সময় সবচেয়ে মার্জিত শব্দ ব্যবহার করবে এবং সবচেয়ে সুন্দর ভাবে কথা বলবে। (২:৮৩)
.
চিৎকার করবে না, কর্কশ ভাবে কথা বলবে না, নম্র ভাবে কথা বলবে। (৩১:১৯)
.
কাউকে নিয়ে উপহাস করবে না, টিটকারি দিবে না, ব্যঙ্গ করবে না। (৪৯:১০)
.
অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না, কারো মানহানি করবে না। (৪৯:১০)
.
কাউকে কোন বাজে নামে ডাকবে না। (৪৯:১০)
.
কারো পিছনে বাজে কথা বলবে না। (৪৯:১২)
.
আপনার জীবনের গতি পরিবর্তন করুন। আজকে যেই দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহ'কে ভুলে গেছেন? সময়মতো এই পৃথিবী আপনাকে লাথি মেরে বিদায় করে দিবে! দুনিয়া আপনাকে লাথি মারার আগে আপনি দুনিয়াকে লাথি মারুন। ছুটে চলুন রবের দিকে। তিনি আপনার প্রত্যাবর্তনের অপেক্ষা করে আছেন। আপনাকে হাউজে কাওসারের পানি পান করানোর অপেক্ষায় থাকবে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটি [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]
.
আজকে থেকেই সিদ্ধান্ত নিন, জীবনের প্রতিটি পদক্ষেপে সুন্নাহ অনুসরণ করবেন। হ্যাঁ সিদ্ধান্ত নিন, একটা সুন্নাতও যেন ছুটে না যায়। আজকেই, এখন এই মুহুর্তে সিদ্ধান্ত নিন, নিয়ত করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।
.
আপনি এক স্টেপ এগিয়ে যান,আল্লাহর সাহায্য আপনার দিকে দুই স্টেপ এগিয়ে আসবে,এটাই আল্লাহর ওয়াদা। শয়তান বারবার ধোঁকা দেয় তোর অনেক সময় বাকি আছে আরেকটু বয়স হলে তাওবা করে নিবি। হটাৎ চেইঞ্জ হলে সমাজের মানুষেরা কি ভাববে, পরিবারের মানুষগুলো কি বলবে,আজ থাক! বিশ্বাস করুন এটা শয়তানের চরম ধোঁকা।
.
আপনি আপনার রবের দিকে ছুটে চলবেন, ভাবনায় আনুন, তাতে কে কি ভাবলো কে কি বললো এসব বাঁকা চোখের চাহুনিতে আমার কিছুই যায় আসে না। গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে ঘৃণা করে আর যদি আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই, তাহলে আমি সফল। গোটা দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসে কিন্তু আল্লাহর কাছে যদি আমি প্রিয় না হয়ে যাই, তাহলে অবশ্যই আমি চরম ক্ষতিগ্রস্ত!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ ডা. সাঈদ (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
.
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !

Islamic Thinking Bangladesh - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ