রিযিকের মালিক কেবলই আল্লাহ।
আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা, রিযিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী। (সূরা ঃ আস-সুরা আয়াত 42: 19)
রিযিকের মালিক মহান আল্লাহ তায়ালা।
আল্লাহ বলেন, আমি আসমান ও জমিনের সকল জীব ও প্রাণির অন্ন দান করি। মানুষ হতে ক্ষুদ্র পিঁপড়ের খাদ্যের ব্যাবস্থা মহান আল্লাহ তায়ালা করে দেন।
কি করে অস্বীকার করবেন মহান খোদার এই নেয়ামত?
তিনি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে। (সূরা - আল মুলক। আয়াত 67: 21)
0 মন্তব্যসমূহ