উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '' যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, সে আসলে তার উদরে জাহান্নামের আগুন ঢক্ঢক্ করে পান করে। '' (বুখারী-মুসলিম) [1]
মুসলিমের এক বর্ণনায় আছে, '' যে ব্যক্তি রূপা ও সোনার পাত্রে আহার অথবা পান করে [সে আসলে তার উদরে জাহান্নামের আগুন ঢক্ঢক্ করে পান করে]। ''
[1] সহীহুল বুখারী 5634, মুসলিম ২065, ইবনু মাজাহ 3413, আহমাদ ২60, ২8, ২604২, ২655, ২6071, মুওয়াত্তা মালিক 1717, দারেমী ২1২9 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
হুযাইফাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, মোটা ও পাতলা রেশমের বস্ত্র পরিধান করতে এবং সোনা-রূপার পাত্রে পান করতে। আর তিনি বলেছেন, '' উল্লিখিত সামগ্রীগুলো দুনিয়াতে ওদের [কাফেরদের] জন্য এবং আখিরাতে তোমাদের [মুসলিমদের] জন্য। '' (বুখারী-মুসলিম) [1]
এ গ্রন্থদ্বয়ের অন্য বর্ণনায়, হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, '' তোমরা মোটা ও পাতলা রেশমের কাপড় পরিধান করো না, সোনা-রূপার পাত্রে পান করো না এবং তার থালা-বাসনে আহার করো না। ''
[1] সহীহুল বুখারী 5831, 54২6, 563২, 5633, 5837, মুসলিম ২067, তিরমিযী 1878, নাসায়ী 5301, আবূ দাউদ 37২3, ইবনু মাজাহ 3414, 3590, আহমাদ ২২758, ২২803, ২২848, ২২855, ২২865, ২২89২, ২২9২7, দারেমী ২130 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
0 মন্তব্যসমূহ