হে ক্ষনিকের মুসাফির, সতর্ক হও।

হে মুসাফির সতর্ক হও
.
যখন তুমি জানতে পার তুমি যেই অফিসে কিংবা শপিংমলে অবস্থান করছো সেখানকার অবস্থা সি সি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে, প্রত্যেকের গতি বিধি লক্ষ করা হচ্ছে তখন সেখানে তুমি কেমন সতর্কতা অবলম্বন করো? তখনতো তুমি নিজেকে এমন কাজ থেকে বিরত রাখ যেকাজের কারনে তোমাকে অপরের কাছে লজ্জ্বিত হতে হবে, জবাবদিহিতার সম্মুখিন হতে হবে।
হে ক্ষনিকের মুসাফির যে মহান রব তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষন করছেন, যিনি তোমার প্রতিটি শব্দের উচ্চারন সুস্পষ্ট ভাবে শুনতেছেন সেই মহান রবের কাছে জবাবদিহিতার ব্যাপারে তুমি কতটুকু সতর্কতা অবলম্বন করো???? তোমার জীবনের একটি মুহূর্তোকিই এমন অতিবাহিত হয়েছে যাতে তোমার রবের নিকট সংরক্ষিত নেই!
আর তোমার জীবনের একটি মুহূর্তো কি এমন অতিবাহিত হবে যা তোমার রবের নিকট সংরক্ষিত থাকবেনা?
যেন রেখ তুমি যেই কথায় বলছো আর যেই শব্দই উচ্চারন করছো তা অবিকল ভাবে সংরক্ষিত হচ্ছে।
"মা ইয়ান'ফিজু মিন ক্বওলিন ইল্লা লাদা'য়ি রকিবুন আদিত"- মানুষ যে কথায় উচ্চারনন করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরি তার নিকটেই রয়েছে।
.
আজ তুমি যেই মুখ দিয়ে কথা বলছো কাল ক্বিয়ামতের দিন সেই মুখ বন্ধ করে দেওয়া হবে। আজ তুমি যেই হাত দ্বারা স্পর্শ করছো যেই হাতকে নিজ কাজে ব্যবহার করছো কাল সেই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, যেই পা দিয়ে তুমি আজ যমিনে বিচরন করে বেড়াচ্ছো কাল সেই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্যদিবে, তোমার অস্তিত্ব দানকারী মহান সত্তা সূরা ইয়াসিনের ৬৫ নং আয়াতে বলছেন- "আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব, ফলে তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ দিবে তাদের ক্বীত কর্ম সম্পর্কে।
.
হে দুনিয়ার মুসাফির! আমি তোমাকে সতর্ক করছি তুমি আপন কৃত কর্মের ব্যপারে উম্মাদ হয়ে থেকোনা।
তুমি কোথায় দৃষ্টি পাত করছো কি নিয়ে ভাবছো সব ই তোমার রব অবগত আছে।
.
"ইয়া'আলামু খয়িলাতাল আয়ুনি, ওমা তুখমিস ছুদুর"- চোখের খিয়ানত এবং মনের গোপন গতিবিধি সম্মপর্কে তিনি সম্মুখ অবগত। তুমি তোমার রবের কাছে জবাবদিহিতার ব্যাপারে সতর্ক হও।
যিনি ইরশাদ করেছেন- "ওয়া লাক্বাদ খলাকনাল ইনসানা ওয়া আলামু মাতু অয়াস ইসু বিহি ঈ নাফসু,ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওহিদ"- আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তা প্রবৃত্তি তাকে যে কুমন্রণা দেয় সেই সম্পর্কেউ আমি গেত আছি, আমি তার ঘারের রগ অপেক্ষাও তার বেশি নিকটবর্তী।
.
হে ক্ষনিকের মুসাফির তোমার সেই রবের কাছে হিসাব দেওয়ার ব্যাপারে সতর্ক হও, যিনি একমাএ অদৃশ্যের খবর জানেন। তার কাছেই আছে কেবল অদৃশ্যের চাবিকাঠি, তিনি ছাড়া অন্য কেউ তা জানেনা। স্থলে ও জলে যা কিছু আছে সে সম্পর্কেউ তিনি অবগত। তার অগ্যতস্বারে গাছের একটি পাতাও ঝরে পরেনা।
হে ক্ষনিকের মুসাফির তোমার সেই রবের কাছে হিসাব দেওয়ার ব্যাপারে একটু চিন্তা করে দেখো, যিনি সব কিছুই দেখছেন। কোন দৃষ্টি তাকে দেখতে পারেনা কিন্তু তিনি সব কিছুই দেখতে পান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ