২৫। প্রশ্ন : দুআ কবুল হওয়ার জন্য কোন সৃষ্টিজীবকে মাধ্যম করা কি জরূরী?
২৫। উত্তর : দুআর জন্য কোন সৃষ্টিজীবকে মাধ্যম করার প্রয়োজন নেই। আল্লাহ্ তাআলা বলেন :
وَإِذَا سَأَلَكَ عِبَادِيْ عَنِّيْ فَإِنِّيْ قَرِيْبٌ
"আমার বান্দাগণ যখন তোমাকে আমার সম্মন্ধে প্রশ্ন করে, আমি তো নিকটেই।" সূরা আল-বাকারা : ১৮৬
রাসূলুল্লাহ্
সাল্লাল্লাহ্ আলাইহি ওয়াসাল্লাম বলেন : "নিশ্চয় তোমরা নিকটতম
সর্বশ্রোতাকে ডাকছ, যিনি তোমাদের সাথেই রয়েছেন।" (মুসলিম) অর্থাৎ তিনি
তোমাদের সব কিছু শুনেন ও দেখেন।)
২৬। প্রশ্ন : জীবিত ব্যক্তির নিকটে প্রার্থনা জায়েয কি?
২৬। উত্তর : হ্যাঁ, প্রার্থনা মৃত ব্যক্তির নিকট নয়, জীবিত (উপস্থিত) ব্যক্তির নিকট জায়েয।
আল্লাহ্ তাআলা রাসূলের জীবদ্দশায় তাঁকে সম্মোধন করে বলেন:
وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِيْنِ وَالْمُؤْمِنَاتِ
"আর ক্ষমা প্রার্থনা কর তোমার এবং মু'মিন নর-নারীদের পাপের জন্য।" সূরা মুহাম্মাদ : ১৯
তিরমিজী
বর্ণীত সহীহ্ হাদীসে এসেছে : "দৃষ্টি শক্তিহীন এক ব্যক্তি নাবী
সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর নিকট এসে বলল : আল্লাহ্র কাছে দুআ
করেন যেন আল্লাহ্ আমাকে আরোগ্য দান করেন। তিনি বলেন : যদি তুমি চাও দুআ
করব, আর যদি চাও ধৈর্যধারন কর, তবে তাই তোমার জন্য উত্তম।
২৭। প্রশ্ন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শাফাআত কার নিকট চাইতে হবে ?
২৭। প্রশ্ন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শাফাআত কার নিকট চাইতে হবে ?
২৭। উত্তর : রাসূলের শাফায়াত আল্লাহ্র নিকট চাইতে হবে। আল্লাহ্ তাআলা বলেন :
قَلْ لِلَّهِ الشَّفَاعَةُ جَمِيْعاً
"বল, সকল সুপারিশ আল্লাহ্রই ইখতিয়ারে..." সূরা যুমার : ৪৪
রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে শিক্ষাদান কল্পে বলেন, বল,
"হে আল্লাহ, তাঁকে আমার সুপারিশকারী নিয়োগ কর।" অর্থাৎ রাসূলকে আমার
সুপারিশকারী বানাও। (তিরমিজী: হাসান, সহীহ)
তিনি
আরো বলেন : "আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার সুপারিশের
প্রার্থনা গোপন রেখেছি। আল্লাহ্র ইচ্ছায় কিয়ামত দিবসে এ সুপারিশ আমার
উম্মতের প্রত্যেক ঐ ব্যক্তি প্রাপ্ত হবে, যে আল্লাহ্র সাথে কোন কিছু শরীক
না করে মৃত্যুবরণ করল।" মুসলিম
২৮। প্রশ্ন : জীবিত ব্যক্তির নিকট কি সুপারিশ চাওয়া যাবে ?
২৮। উত্তর : জীবিত ব্যক্তির নিকট পার্থিব্য জগতের ব্যাপারে সুপারিশ চাওয়া যাবে। আল্লাহ্ তাআলা বলেন :
مَنْ
يَّشْقَعْ شَفَاعَةً حَسَنَةُ يَكُنْ لَّهُ نَصِيْبٌ مِّنْهَا وَمَنْ
يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةُ يَكُنْ لَّهُ كِفْلٌ مِّنْهَا
"কেউ
কোন ভাল কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোন মন্দ কাজের
সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে...।" সূরা আন-নিসা : ৮৫ (অর্থাৎ সে তার
ভাল-মন্দ সুপারিশের জন্য প্রতিদান পাবে)
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়াসাল্লাম বলেন: "সুপারিশ কর প্রতিদান পাবে।" আবু দাউদ
0 মন্তব্যসমূহ