মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইসলামিক থিংকিং বাংলাদেশ।

এতো কিছুর পরেও কিছু মানুষ আছে যারা কাল ঠিকই উন্মাদ হয়ে যাবে তথাকথিত ভালোবাসা দিবস এর নামে। নিশ্চয়ই আপনার রবের পাকড়াও বড়ই কঠিন। আল্লাহকে ভয় করুন ভয় করার মতো।

আসমান ও জমিনের সবকিছুই যিঁনি সৃষ্টি করেছেন, তাঁকেই ভুলে যায়। এতো অবাধ্যতার পরেও যিঁনি তাঁর বান্দাদের ভুলে যান না, একের পর এক নিয়ামত দিয়েই চলেছেন , সেই মহান রবকে স্মরণ করার সময় কি আপনার এখনো হবেনা?? আফসোস!

وَلَنُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰی دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ. ﴿٢١﴾
আর আমি তাহাদিগকে নিকটবর্তী ( ইহজগতের) শাস্তিও আস্বাদন করাইবো, আখিরাতের সেই মহা শাস্তির পূর্বে, যেন তাহারা ( বিপদাক্রান্ত হইয়া কুফর হইতে) ফিরিয়া আসে। [৩২:২১]

اَوَ لَا  یَرَوۡنَ اَنَّہُمۡ یُفۡتَنُوۡنَ فِیۡ  کُلِّ عَامٍ مَّرَّۃً  اَوۡ مَرَّتَیۡنِ ثُمَّ لَا یَتُوۡبُوۡنَ وَ لَا ہُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿۱۲۶﴾
তারা কি দেখে না যে, তারা প্রতি বছর এক বার কিংবা দু’বার বিপদগ্রস্ত হয় ? এর পরও তারা তাওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। [৯:১২৬]

ظَہَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ بِمَا کَسَبَتۡ اَیۡدِی  النَّاسِ  لِیُذِیۡقَہُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا  لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۴۱﴾
মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয়   প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। [৩০:৪১]।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ