পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহ

পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহ



ফজরهو الحي القيوم
     উচ্চারনহুয়াল হাইয়ূল কইয়ূম
     অর্থাৎতিনি জীবিত  চিরস্থায়ী
যোহরهو العلي العظيم
     উচ্চারনহুয়াল আলিয়ূল আজিম
     অর্থাৎতিনি শ্রেষ্ঠতম  অতি মহান
আছরهو الرحمن الرحيم
            উচ্চারনহুয়ার রহমানির রহীম
     অর্থাৎতিনি দয়ালু  মেহেরবান
মাগরিবهو الغفور الرحيم
            উচ্চারনহুয়াল গফুরুর রহীম
     অর্থাৎতিনি পাপ মার্জনাকারী  করুনাময়
এশাهو اللطيف الخبير
     উচ্চারনহুয়াল লতীফুল খবির
     অর্থাৎতিনি বিচক্ষন  সতর্কশীল
 ছাড়া ফজর  আছরের পর সুবাহানাল্লাহ ৩৩বারআলহামদুলিল্লাহ ৩৩বারআল্লাহু আকবার৩৪বার এবং আয়াতুল কূরসী ১বার পাঠ করলে অশেষ সাওয়াব যায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ