রোজা

ক্ষুধার্ত পেটে টিভি সিরিয়াল, ছবি, নাটক,
মুভি দেখে সময় কাটানোকে "রোযা" বলে না।
সংযমের জন্য সব রকমের ছবির মুভি দেখা
থেকে বিরত থাকার নামই "রোযা"।
.
অনাহার থেকে মাথা গরম করে
রিকশাওয়ালাকে থাপ্পড় দেওয়াকে "রোযা" বলে
না।
"রোযা" তো তাকেই বলে,যে চরম বাজে
পরিস্থিতিতেও মানুষের সাথে সদয় ব্যবহার করে।
.
সারাদিন অনাহার থেকে সন্ধ্যাবেলায়
গলা পর্যন্ত ডুবিয়ে খাওয়া "রোযা" এর শিক্ষা
নয়।
"রোযা"তো পরিমিতিবোধ শেখায়।
.
মাথা গরম করে কাউকে গালি দেওয়ার নাম
"রোযা" নয়।
বরং কেউ গালি দিলে, "আমি রোযা " বলে
গালি দেওয়া থেকে বিরত থাকার নামই "রোযা"।
.
অবসর পেয়ে "কে রোযা রাখে না", "কার
ছেলে-মেয়ে নষ্ট হয়ে গেছে" ইত্যাদিসহ অন্যের
গীবত করে সময় কাটানোর নাম "রোযা" নয়।
সব ধরনের গীবত করা থেকে বেঁচে
থাকার নামই "রোযা"।
.
আসন্ন ঈদ উপলক্ষ্যে সেজে-গুজে মার্কেটে
ঘুরে বেড়ানো "রোযা" এর শিক্ষা নয়।
বরং নিজেকে হেফাজত করা আর চোখের
গুনাহ থেকে বেঁচে থাকাই
"রোযা" এর শিক্ষা।
.
আগেভাগে সেহরী খেয়ে নামাজ বাদ দিয়ে
ঘুমিয়ে পড়ার নাম "রোযা" নয় ।
বরং সব ওয়াক্ত নামাজ পড়ার নামই
"রোযা"।
.
রাসুল্লাহ (সাঃ) বলেছেনঃ "ধ্বংস তার জন্য, যে
রমযান মাস পেল, অথচ নিজেকে সংশোধন
করতে পারলো না"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ