আল্লাহ্ তাআলা বলেনঃ
তোমরা যে বীজ বপন করো, সে সম্পর্কে ভেবে দেখেছো কি ?
তোমরা উৎপন্ন করো , না আমি করি উৎপন্নকারী ?
আমি ইচ্ছে করলে তাকে খড়কুটো করে দিতে
পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
বরং আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়লাম।
তোমরা যে পানি পান করো, সে সম্পর্কে ভেবে দেখেছো কি ? তোমরা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষণ করি ?
আমি ইচ্ছে করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না ?
তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো, সে সম্পর্কে ভেবে দেখেছো কি ?
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছো, না আমি সৃষ্টি করেছি ?
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
সূরা-ওয়াকিয়া-56 আয়াত-63-75।
আল্লাহ্ পাক বলেন,
তারপরেও কি তোমরা চিন্তা করবে না ?
সূরা-ইউনুস-10 আয়াত-16।
বরং আল্লাহরই এবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন।
সূরা-যুমার-39 আয়াত-66।
আল্লাহ্ পাক আমাদের সকলকে বুঝতে সাহায্য করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।
0 মন্তব্যসমূহ