মায়ের মর্যাদা মায়ের অধিকার, সন্তানের কাছে মায়ের গুরুত্ব, মাকে ভালবাসুন।



আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে জিজ্ঞেস করল,' হে আল্লাহর রাসূল! আমার কাছ থেকে সদ্ব্যবহার পাওয়ার বেশী হকদার কে? ' তিনি বললেন, '' তোমার মা। '' সে বলল, 'তারপর কে?' তিনি বললেন, '' তোমার মা। '' সে বলল, 'তারপর কে?' তিনি বললেন, '' তোমার মা। '' সে বলল, 'তারপর কে?' তিনি বললেন, '' তোমার বাপ। '' (বুখারী ও মুসলিম) [1]
অন্য এক বর্ণনায় আছে, 'হে আল্লাহর রাসূল! সদ্ব্যবহার পাওয়ার বেশী হকদার কে? ' তিনি বললেন, '' তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাপ, তারপর যে তোমার সবচেয়ে নিকটবর্তী। ''
[1] সহীহুল বুখারী 5971, মুসলিম ২548, ইবনু মাজাহ ২738, 370২, আহমাদ 8144, 8838, 8965 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আবূ ঈসা মুগীরা ইবনু শু'বাহ রাদিয়াল্লাহু 'আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' 'অবশ্যই আল্লাহ তোমাদের জন্য (তিনটি কর্মকে) হারাম করেছেন; মায়ের অবাধ্যাচরণ করা, অধিকার প্রদানে বিরত থাকা ও অনধিকার কিছু প্রার্থনা করা এবং কন্যা জীবন্ত প্রোথিত করা। আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন (তিনটি কর্ম); ভিত্তিহীন বাজে কথা বলা (বা জনরবে থাকা), অধিক (অনাবশ্যক) প্রশ্ন করা (অথবা প্রয়োজনের অধিক যাচ্ঞা করা) এবং ধন-মাল বিনষ্ট (অপচয়) করা। '' (বুখারী 5975 নং ও মুসলিম) [1]
[1] সহীহুল বুখারী ২408, 844, 1477, 5975, 6330, 6473, 6615, 7২9২, মুসলিম 593, নাসায়ী 1341, 134২, 1343, আবূ দাউদ 1505, 3079, আহমাদ 17673, 17681, 17693, 17714, 17718, 17734, দারেমী 1349, ২751 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আব্দুল্লাহ ইবনু 'আমর ইবনু আস (রাদ্বিয়াল্লাহু' 'আনহুমা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন,' 'কাবীরাহ গুনাহসমূহ হচ্ছে, আল্লাহর সাথে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, প্রাণ হত্যা করা এবং মিথ্যা কসম খাওয়া।' ' (বুখারী) [1]
[1] সহীহুল বুখারী 6675, 6870, 69২0, তিরমিযী 30২1, নাসায়ী 4011, আহমাদ 6845, 6965, দারেমী ২360 হাদিসের মানঃ সহিহ (রহঃ)
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকেই বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,' 'তার নাক ধূলিধূসরিত হোক, অতঃপর তার নাক ধূলিধূসরিত হোক, অতঃপর তার নাক ধূলিধূসরিত হোক, যে ব্যক্তি তার পিতা-মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল; একজনকে অথবা দু'জনকেই। অতঃপর সে (তাদের খিদমত ক'রে) জান্নাত যেতে পারল না। '' (মুসলিম) [1]
[1] মুসলিম ২551, আহমাদ 835২ হাদিসের মানঃ সহিহ (রহঃ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ