অযু ভাঙ্গার কারন সমুহ




১. প্রসাব-পায়খানা করলে।
২. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।
৩. পায়খানার রাস্তা দিয়ে বায়ু নির্গত হলে।
৪. শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুঁজ
বের হয়ে গড়িয়ে পড়লে।
৫. নিদ্রামগ্ন হলে।
৬. মুখ ভরে বুমি করলে।
৭. নামাযের মধ্যে সশব্দে হাসলে।
৮. পাগল, মাতাল ও অচেতন হইলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ